Dr. Neem on Daraz
Victory Day

আমি আমার দায়িত্ববোধ থেকে কাজ করছি : রিয়াজ


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২০, ০৫:০৩ পিএম
আমি আমার দায়িত্ববোধ থেকে কাজ করছি : রিয়াজ

রিয়াজ

ঢাকা:  মরণ ব্যাধি করোনা ভাইরাসের থাবায় স্হবির হয়ে পড়েছে শোবিজ অঙ্গনসহ সবকিছু। এমন পরিস্থিতিতে অসহায়, মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন সংগঠন, শিল্পী ও তারকারাও।

কেউ বা অসহায়দের পাশে সহায়তার হাত বাড়িয়ে অন্যদেরকে উৎসাহিত করতে সামজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের কিংবা ত্রাণের ছবি পোস্ট করেছেন। আবার অনেকেই সহায়তা করেছেন কিন্ত সেটা একান্তই গোপনে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কাঁদা ছোড়াছুড়ি হচ্ছে।

লোক দেখিয়ে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ না করলেও নিজের মানবিকতা ও দায়িত্ববোধের জায়গা থেকে অন্তরালে ঠিকই কাজ করে যাচ্ছেন চিত্রনায়ক রিয়াজ।

এ বিষয়ে রিয়াজ বলেন, এখন দেশের যে অবস্হা যাচ্ছে তাতে করে শুধু চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নয়, টেলিভিশন মিডিয়াসহ পুরো দেশই খারাপ সময় পার করছে। এসময় অসহায়দের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করছি। আর সবকিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাতে হবে এমন তো কিছু না। আমি শুধু 'সোশ্যাল অ্যাওয়ারনেস' সম্পর্কিত আপডেটগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছি, এছাড়া অন্য কিছু শেয়ার করার প্রয়োজন মনে করছি না।

তিনি আরও বলেন, দেখলাম যারা ফেসবুকে ত্রাণ সহায়তায় চাল-ডাল দেওয়ার ছবি দিতে দেখা যাচ্ছে না তাদেরকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। আসলে ঘরে বসে ফেসবুকে লেখালেখি করাটা তো খুব সহজ,এখন তো ঘরে বসে কোন কাজ নেই তাই ফেসবুকের বাটন চেপে যে যার মত যা খুশি লিখছে।

ফেসবুকে এটাও দেখছি যে, 'রাষ্ট্র কিভাবে চলবে' সেটারও প্রেসক্রিপশন দিচ্ছেন অনেকে। সরকার আর প্রাইভেট কাজ চালানো তো এক জিনিস নয়। আর তাদের কথায় আমার কিছু যায় আসে না। আমি কারও কথাতে নিজেকে পরিবর্তন করার পাত্র নই।

আমি কি করছি সেটা একান্তই আমি জানি। আমি আমার সামর্থ্য ও সাধ্য অনুযায়ী কাজ করছি, সহায়তা করছি। আমি যাকে সহযোগিতা করছি সে উপকৃত হলেই আমি খুশী। কে কি ভাবলো বা বলল সেটা নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। যারা নেগেটিভিটি বলছেন বা লিখছেন, তারা তাদের বিচারবুদ্ধিতে লিখছেন। তাদেরটা আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু না।

আগামী নিউজ/বাবুল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে